"সবাই সবার স্বজন"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচডি (ঢাবি) কবি. গীতিকার ও অথর


বৈশাখের রঙ লাগলে পরে
                    মা জননীর কোলে,
ভেদাভেদের আগুন নেভে
                   মানবীয় জলে।
ধর্ম বর্ণ নির্বিশেষে
                বৈষম্যের জোট খুলে,
আনন্দে সব মেতে ওঠে
               সব পার্থক্য ভুলে।


পৈতা টুপি ক্রস কাসায়া
               এক সারিতে চলে,
বৈসুক বিজু সাংগ্রাই মিলে
               বৈসাবিতে দোলে।
ওড়ায় বেলুন পরে মুখোশ
                চলে বলি খেলা
চিত্ত চিন্তায় বাঙালিত্বের
              এযে মিলন মেলা।


সংকীর্ণতার খোলস ভেঙে
              বেরিয়ে সবাই পড়ে,
নূতন বর্ষের নব প্রভায়
             শান্তির সৌধ গড়ে।
বৈশাখ মাসতো স্বীয় সত্তার
              অনির্বাণ এক শিক্ষা,
মিলেমিশে পন্থ চলার
             উপদেশ ও দীক্ষা।


মায়ের ভাষার সুতোয় গাঁথা
                 সব বাঙালি রতন,
এক মাটিতে জন্ম মৃত্যু
                সবাই সবার স্বজন।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ০৬-০৪-২০২৪