"সমাজের রোজনামচা"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি) কবি, গীতিকার ও অথর


উজান গাঙে বাইলে খেয়া
                          ছিঁড়ে ফেলে পাল,
সফল হতে চাইলে পরে
                         ভেঙে ফেলে হাল।
পেছন দিকে টেনে বৈঠা
                          করে গালাগাল,
সমাজতরির কালো রূপটা
                          থাকে চিরকাল।


বিনয়ী হলে ভাবে দুর্বল
                         পায়ের নিচে ঠাঁই,
সমাজ সংসার নির্মাণে তার
                         কোনো মূল্য নাই।
সৎ সততার ধরলে হাতল
                         বোকা খেতাব পায়,
সঠিক উক্তি করলে পরে
                         ধৃষ্ট হয়ে যায়।


ভদ্র হলে ভাবে সবাই
                      ভীতুর একটা ডিম,
নারী মানে সঙের সাথী
                     পুরুষ হলো ভীম।
নারীর কল্যাণ করতে চাইলে
                     মিথ্যা বদনাম হয়,
স্বাবলম্বী নারী সমাজ
                     সবার কাম্য নয়।


নারী রবে ঘোমটার তলে
                      সমাজে তা চায়,
পীড়ন যত সহ্য করে
                     সংসার ঠেলে যায়।
রুইকাতল আর শিয়াল মামার
                         ধরলে কোন ভুল,
শত্রুতার জের ডুবায় নৌকা
                     পাবেনা আর কূল।


সুশীল শিক্ষায় বাজলে পরে
                           মানবতার বিন,
হায়না হাঙর হারিয়ে যায়
                        আসে শুভ্র দিন।
ধরায় তবে বাজে বিজ্ঞান
                     শান্তি সাম্যের সুর,
সমাজের চোখ উন্মুক্ত হয়
                         বৈষম্য হয় দূর।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ: ১৬-০৪-২০২৪।