"সোনার খনি মা জননী"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

মায়ের মতো আপন কেউ নাই
                               এ জগতের 'পরে,
স্তন ধারায় সন্তান পালে
                              জীবন উজাড় করে।
আপন রক্তের প্রদীপ জ্বেলে
                              করে পথ দীপ্তিময়,
নিজের আয়ু চিতায় তুলে
                             বচ্চার ভয় করে জয়।

জঠর জ্বালা প্রসব ব্যথা
                         সবই সহ্য করে,
নবজাতক ভূমিষ্ঠ হয়
                        সুখে অন্তর ভরে।
স্বার্থ ছাড়া কেউ বাসেনা
                       মায়ের মতন ভালো,
স্বীয় জীবন বাজি রেখে
                      বাচ্চায় দেখায় আলো।

বজ্র বিদ্যুৎ আগুন পানি
                     ঘোর বিপদ এলে,
দয়ার সাগর মাজননী
                    কভু যায়না ফেলে।
মাতৃ হৃদয় আস্থার স্থল
                     শত সুখের মেলা,
শঙ্কায় পড়লে বক্ষের ওমে
                     সন্তান করে খেলা।

দুঃখ কষ্টে স্নেহের বিছান
                       বিছিয়ে দেন যিনি ,
মূল্যবোধ আর সত্যের সন্ধান
                        সন্তানকে দেন তিনি।
চিয়ার লিডার সুপার হিরো
                          শিক্ষক মাজননী
আন্ডা বাচ্চা বানায় মানুষ
                         মা'তো সোনার খনি।

ঢাকা / ১২-০৫-২০২৪