"স্বাধীনতার সোনার ফসল"


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি) বিসিএস (সাধারণ শিক্ষা)
কবি, গীতিকার ও অথর


ওরে মশাই ভাবছোটা কি কেমনে খাবে ঘুষ.
ঘুষের গাঙ্গে যাচ্ছ ডুবে তবু হয় না হুশ।
সৎ চেতনার বাধন কেটে খেলছো ফাইলের খেলা
লাল ফিতায় রাখছো বেঁধে উন্নয়নের ভেলা।


সঙ্গবদ্ধ সুদ খেলোয়াড় খেলছে সুদের খেলা
ইচ্ছেমতো নিচ্ছে লুটে মারছে মানুষ মেলা।
রাজার নীতি চলে না আর আপন গতিপথে
স্বীয় স্বার্থে ঘুরছে চাকা নিজের গড়া মতে।


মানবতায় মেরে তালা অস্ত্র হাতে ছুটে
বোধের ঘরে শিকল তুলে সবই নিচ্ছো লুটে।
দেখনা খুঁজে কালের কর্ম করে নাকো ক্ষমা
পাপ পুণ্যের বিচার করে হিসাব রাখে জমা।


ব্রিটিশ গেলো পাকরা এলো করলো জুলুম কতো
মারের চোটে সব পালালো বুকে নিয়ে ক্ষত।
রক্তের সাগর পাড়ি দিয়ে উঠলো নতুন বেলা
হুইসেল হাতে করলে কতো জুলুমবাজির খেলা।


ঘূর্ণি সিডর ভাঙলে পরেও তবু হয় না হায়া
করলে পাচার দেশের সম্পদ নাইকো কোন মায়া।
রাজনীতি নয় দমনীতির পাতলে মারণ ফাঁদ
ভাবলেনা তো পাতা ফাঁদেই হয় যে মরণ খাদ।


যতই নড় ততই পড় তলিয়ে যায় দেহ
পাপের বোঝা হলে ভারি বাঁচায় নাতো কেহ।
এসব থেকে শিক্ষা নিয়ে চললে বুঝে সুজে
দেশের জন্য করলে কাজ মনের কালি মুছে।


দেখবে তখন উন্নয়নের ঘুরছে চাকা জোরে
স্বাধীনতার সোনার ফসল উঠছে সবার ঘরে।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ১৩/১০/২০২৩