মানুষ  আমরা শ্রেষ্ঠ সবার
নামে আশরাফুল,
চলার পথে পদে পদে
তবুও করি ভুল।


শিক্ষা দীক্ষা যাদের বেশী
তারাই করছে অন্যায়,
সাধারন আজ ভাসছে কেবল
দুঃখ-কষ্টের বন্যায়।


অর্থ ছাড়া কেউ বুঝে না
বিদ্যা শিক্ষা নামমাত্র,
যার বেশী অর্থ আছে
সেই হলো সুপাত্র।


জ্ঞানী যারা তারা কেবল
মনুষ্যত্বটা খুঁজে,
বাকীরা সব জ্ঞানে অন্ধ
অর্থই কেবল বুঝে।


সত্য মিথ্যার বিচার আজকাল
মন থেকে করে না,
অর্থ যখন যেথায় মহারাজা
সত্য বিচার সেথায় বাহানা।


সবাই আমরা সত্য হলে
আসবে দেশে সুদিন,
মানুষ আমরা মানুষ হবো
বাজবে সুখের বীন।


২৯.০৭.১৯