কেউ বা কাঁদে পথে ঘাটে
কারু বা দিন খুশিতে কাটে
চেয়ে দেখো এক নিমিষে,
কোথ্থাও বা ভূমিকম্পনে
বহু প্রাণী মারা গেছে প্রাণে
কত কি যে ঘটছে এ বিশ্বে!


মেজদা আমার বাইক চড়ে
দেমাক ভরে উড়ানে উড়ে
ভেবে মোরা পাগল হই,
বিমান এক্সিডেন্ট শুনতে পাই
মেজদা আমার আর নাই
দুনিয়ার নিয়ম কী এই!


কেউবা রয়েছে ঘরে বসে
হিসাবের খাতায় অংক কষে
কি জানি কী পাবো আমি!
মাথা ঘুরিয়ে পড়ল ধরায়
প্রাণ হারালো নিজ কায়ায়
লোকটি ছিল খুব নামিদামী!


এক রিকশাওয়ালা ছিল গ্রামে
কোটি টাকা তার নামে
খবরের কাগজে প্রকাশ হলো,
গরিব চাষির  এক ছেলে ছিলো
ব্যাংকে সে চাকরি পেলো
আনন্দের ঢেউ বয়ে গেলো।


দক্ষিণবঙ্গে সাইক্লোন এলো
ঘরবাড়ি সব লোপাট হলো
পড়লো কত গাছপালা,
গবাদিপশু মানুষজন
হারালো কতো জীবন
প্রকৃতির এ কেমন খেলা!


চাষী চাষ করে আনন্দে
সকাল হতে সন্ধ্যে
দিনভর মাঠ ময়দানে,
মেঘ ডাকে গুরু গুরু
বৃষ্টিপাত হয় শুরু
সহসা এক চাষীর প্রাণে বজ্রাঘাত হানে।


মা আছে গৃহ কাজে
মন্দিরেতে ঘন্টা বাজে
ছেলেপিলে ছুটছে আপন মনে,
হঠাৎ কিসের সংবাদ এলো
মা কেঁদে আকুল হলো
দিদা মোর নেই এ ভুবনে!


দক্ষিণ চন্ডি বাড়ি গ্রামে
বিভূতিভূষণ নামে
বাস করে এক আট চালাঘরে,
বাড়ির সব লোক
কাজের দিকে ঝোঁক
নিমিষেই সে ঘরে আগুন গেল ধরে।


এভাবে এক নিমিষে
কত কী যে ঘটছে এ বিশ্বে!
নিকেশ তার নাহি মিলে।
সতর্ক হবে সবে
ধৈর্য‍্য ধরতে হবে
চলবে কি হতাশ হলে?



রচনা - 21/09/2021