কী আশ্চর্য হায়!
এখন যা দেখা যায়
তা বলিবার নয়,
অর্থ কাছে
বয়স আছে
তারা সর্বে সর্বা হয়।


এগিয়ে যায়
কথা কয়
সবকিছু পেতে চায়,
দুর্বল যারা
হতাশ তারা
সমাজে তারা কী পায়?


বাইক চাপে
রাস্তা কাঁপে
বুড়ো বৃদ্ধ কে ওরা?
বয়ঃ বৃদ্ধ
গুরু জনে
সম্মান দেয় না তারা।


বাংলা ছেড়ে
ইংলিশ পড়ে
ইংলিশ মিডিয়াম ছেয়েছে বাংলায়,
সুট্ বুট্ পরে
ধুতি-পাঞ্জাবি ছেড়ে
উন্নয়ন হবে কি সাহেবি পনায়?


পিতা মাতা
সংসারের ছাতা
বৃদ্ধ হয়েছে তারা,
খেতে পায়না
দেখেনা
পুত্র পরিজন আত্মহারা।


চাকরি করে
টাকা ধরে
বৃদ্ধ পিতা-মাতা কী পায়?
তিরস্কার
অত্যাচার
দু-নয়নে অশ্রু যায়।


অর্থশালী ধনী
সমাজের মনি
মানুষকে ঠকায় তারা,
নিরুপায় হলে
কলে কৌশলে
গরীবকে করে সর্বহারা।


বাসে ট্রামে
ভিড় হয়
বুড়ো বৃদ্ধ দাঁড়িয়ে যায়,
আসনে বসে
আনন্দে হাসে
যুবকদের কী বলিবো হায়!


যুবক-যুবতী
কেন অবনতি?
আছে তো বাবা-মা,
সম্মতি নিয়ে
বিবাহ করো গিয়ে
সবাই দিবে বাহবা।


এভাবে
কত কি হবে
তা সময় বলে দিবে,
নতুন পথ
ভিন্ন মত
কত দেখা যাবে।



রচনা - 29/09/2021