একটু পরে একটু পরে
কত কি যে ঘটতে পারে
আমার তোমার জানা নাই,
আনন্দ বেদনা
বিভৎস‍্য যন্ত্রনা
তার সীমা সংখ্যা নাহি পাই।


একটু পরে একটু পরে
সর্বদা ঘরে ও বাইরে
কত কি যে ঘটছে এ বিশ্বে!
কেউ বা কাঁদে কেউবা হাসে
কেউবা দুঃখ সাগরে ভাসে
অবাক হই সে সব দৃশ‍্যে।


আমি ছিলাম ঘরে
শুনলাম একটু পরে
আমার একটি নাতি হয়েছে,
অমনি শুনি একটু পরে
কোমর বেঁধে বাইরে
ঠাকুরমা তার নাচতে লেগেছে।


একটু পরে সংবাদ এলো
মাসি আমার চলে গেলো
কি কান্নার রোল পড়ল ঘরে!
সময়ে-অসময়ে দেখতো মাসি
তাইতো তাঁকে ভালোবাসি
কি দুর্দশা হবে এর পরে!


একটু পরে আমি দেখি
উড়ছে বক কাক পাখি
সারা আকাশ কালো মেঘে ঢাকা,
একটু পরে ঝড় উঠলো
পাতা উড়লো গাছ পড়লো
ঘরের চালে খড় উড়ে ফাঁকা!


একটু পরে শুনি আমি
লটারি পেয়েছে দামি
খড়িবেড়িয়ার এক ফেরিওয়ালা,
এক কোটি টাকায়
সুন্দর গাড়ি বাড়ি বানায়
তার ফিরেছে এখন বোল বাল্লা।


একটু পরে চেয়ে দেখি
তালগাছে এক বাবুই পাখি
আনন্দে সে বাসায় দুলে,
আর'একটু পরে গাছের পরে
পাতার ফাঁকে কোকিল ডাকে
মধুর সুরে তালে তালে।


একটু পরে সংবাদ আসে
চাষী ভায়েরা ছিল চাষে
দিনভর মাঠ ময়দানে,
মেঘ ডাকে গুরু গুরু
বৃষ্টিপাত হয় শুরু
সহসা বজ্রপাত হানে,এক চাষীর প্রাণে!


একটু পরে শুনি কানে
নদী ভরে উঠেছে বাণে
পূর্ণিমার কোটাল বলে কথা,
কানে এল একটু পরে
নদীর জল ঢুকছে ঘরে
কপালে খুব দুঃখ ব্যথা!


একটু পরে শুনতে পাই
জঙ্গী হাঙ্গামা ঘটেছে মুম্বাই
হয়েছে বোমার বিস্ফোরণ,
দু'জন জঙ্গি ধরা পড়েছে
আর সব পালিয়ে গেছে
মারা গেছে বহু লোকজন!


একটু পরে একটু পরে
দিন-দুপুরে রাত ভোরে
কত ঘটনা ঘটে রটে,
তার হিসেব টানতে গেলে
মাথা ঘুরিয়ে ফেলে
আমি পাগল হবো বটে!



রচনা - 22/09/2021