কত শত প্রেমিক আসিল আর গেলো
তাঁদেরি কথা কি বলিবো বলো,
ব্যাস বাল্মিকী রবীন্দ্রনাথ শেক্সপীয়র
কাব্য কবিতা জ্ঞানে গানে অপার সম্ভার,
চলে গেছেন তাঁরা জ্ঞানের আলো জালি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


স্বামীজি মহাত্মাজি আসলেন ধরা ধামে
বিশ্ব  বাসি জয় দ্ধনি দেয় তাঁদেরি নামে,
রামকৃষ্ণ দেবের কথামৃত ! শ্রবনে
বিশ্ববাসি মুগ্ধ মনে প্রানে,
মুগ্ধ  বিশ্ববাসি দিচ্ছে তারা হাত  তালি
আড়ালে রেখো না প্রেমেরি  ডালি
ধরার বুকে যতো পারো দাও  ঢালি।


সচ্ছতা হলো উন্নয়নের মূল
সুন্দর দেখতে যেমন হলো ফুল
ছোট বড়ো সবাই সচ্ছতায় দাও  মন
সকল সুখ শান্তি এতেই  উন্নয়ন,
স্বচ্ছতার সাফল্যে সবাই দিচ্ছে হাত তালি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


মাঠের মাঝে চাষের কাজে
রোদেপুড়ে জলে ভিজে,
চলছে চাষ সকাল হতে সন্ধ্যে
ফসলের আশে চাষী ভাই মজে,
ফসল  ফলিয়ে দিচ্ছে হাত তালি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


স্কুল কলেজে কী সুন্দর সাজে
বালক বালিকা লেখা  পড়া করে,
অজানাকে জানার তরে
কী শ্রম না  করে দিন  রাত ধরে,
জ্ঞান লাভ করে আনন্দে দিচ্ছে হাত তালি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


শ্রমিকরা খাটছে কল কারখানায়
সড়ক দূর হতে সূদুরে  ধায়,
কী কষ্ট যে হায় বলিবারে নয়
মাথার ঘাম পায়ে পড়ে দীর্ঘ শ্বাস বয়,
সাফল্য পেয়ে তারা দিচ্ছে হাত তালি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


সরকারী অফিস আদালতে
কর্ম চলে দিনে এমনকি রাতে,
সরকারী  পরিকল্পন রুপায়নে,
কর্মচারি সব হিম সিম সারা দিনে,
সাফল্য পেয়ে দুশ্চিন্তা যায় চলি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


হাসপাতালে দিন রাত  চিকিৎসা চলে
ডাক্তার বাবুর নেই কোনো বিশ্রাম,
রোগী কি ভাবে সুস্থ হবে
খাবে কি, পাবে  কী  ভাবে  আরাম,
সুস্থ হলে  ডাক্তার বাবু হন খালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


গভেষনা গারে  দিন  রাত ধরে
গভেষনা চলে উন্নয়নের তরে,
বহু দিন পরে  একদিন আসে
নতূন আবিষ্কারে আনন্দে ভাসে,
সাফল্য পেয়ে দেশ বাসি দিচ্ছে হাত তালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


দেশ  প্রেমে মেতে কর্তব্য সাধিতে
বৈরী বধে সৈনিক লড়ছে প্রান পনে,
দূর্গম স্থানে অতি সন্তর্পনে
চলছে যুদ্ধ রাতে ও দিনে,
বৈরী মেরে দিচ্ছে হাত তালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


রচনা - ১৩/১০/২০১৮