আমি থাকলাম বসে তব আশে
আসলে না তুমি মোর পাশে
চেয়ে চেয়ে দিন গেল
কত চিন্তার উদয় হলো
ভাবলে না তুমি আমার কথা,
মনে মনে কত ভেবেছি
রূপ কল্পনায় এঁকেছি
বাস্তবে পাইনা কিছু
ছুটা শুধু মরীচিকার পিছু
হানলে আঘাত দিলে শুধু ব্যথা।


সে কথা তুমি বুঝবে না
ব্যথীর ব্যথা তুমি ভাবো না
খাওয়া নেই ঘুম নেই
তুমি আর আসলে কই ?
ভালবেসে তোমায় পেলাম না,
আগে যদি জানতাম তোমায়
এতো হিংসা তোমার হিয়ায়
এতো দিন ভুল করেছি
ভাবনা আমার মিছামিছি
আর মনে মনে তোমায় ভাববো না।


কখনও দেবে না সাড়া
ডেকে ডেকে গেলেও মারা
অলস কল্পনার ভাবনায়
কখনও পাবো না তোমায়
তুমি যে বড় নিঠুর পাষান,
তুমি সদা ব্যস্ত থাকো
কর্মকেই শুধু দেখো
কর্ম তোমার ধ্যান জ্ঞান
শুধু ভালবাসো তার গান
যতই চোখের জলে বুক ভাসুক।


আমায় ভাল না বেসে
আছো তুমি পরবাসে
ভালবাসা জানি না
তোমায় আমি পাবো না
থাকো তুমি আছে ভালবাসা যেথায়,
সে তোমায় ভাবে না
তার কাজে থাকে ভাবনা
কর্মীর নিরলস করমে
তোমার স্থান মরমে
ফসলের সৌন্দর্যে তোমার প্রকাশ সেথায়।