বহু দূরে আছো তুমি
দেখা হয় নাই,
কত কী যে ভাবি আমি
কাকে কবো তাই?
দূর হতে দূরে
আছো তুমি সুদূরে
তার কূল-কিনারা নাই।


আছে শুধু কল্পনা
আনে তাই ভাবনা।
কল্পনায় আল্পনা আঁকে,
দূর হতে সুদূরে
ধায় বহু দূরে।
ধরা ছোঁয়ায় নাই
তার ঠিক ঠিকানা কই?


কল্পনা থামে নাই,
তার কাজ হলো রচনাই
কল্পনায় সৃষ্টি হয়
উপন্যাস কাব্য কবিতা
কত গল্প ও রূপকথা
জীবনের আনন্দ ও ব্যথা!
এসব হল সুদূরের কথা।


বহুদূরে লুকিয়ে থাকে
কল্পনা ছুটে বাঁকে বাঁকে।
পাবে তাকে কোথায়?
হেনো শক্তি আছে কী ধরায়,
সে থাকে গবেষণায়
কবির ভাবনায়
লেখকের মাথায়।



রচনা - 26/09/2021