বঞ্চনা তো দুঃখ
আনে দারুন কষ্ট
এ শান্তির ধার ধারে না,
আনে নিদারুন পীড়না
পায় অশেষ যন্ত্রনা
এ কথা কী বুঝো না?
এ সর্বদাই বেতাল
বাধায় গোলমাল
এতে যুদ্ধ ছাড়া গতি নাই,
এতে গড়ে না কিছু
ধ্বংস হয় সব কিছু
তাই বলি সাবধান হও সবাই।


ত্রেতা যুগে ছিল
মন্থরা কুমন্ত্রনা দিল
কৈকেয়ী বেঁকে বসল তায়,
রাম বনবাসী হলো
দশরথ প্রান হারালো
কী অঘটন ঘটল অভিষেক সভায়!
দ্বাপরে কুরুপুত্রগন
পড়ল শকুনির প্রলোভন
পাণ্ডবদের করল বঞ্চনা,
কুরুক্ষেত্রে যুদ্ধ বাধল
সসৈন্যে কৌরবরা নিধন হলো,
সিরাজকে করতে বঞ্চনা
করল গোপন ছলনা
এতে পলাশীর যুদ্ধ বাধল,
নবাবের মৃত্যু ঘটল
বাংলা তথা ভারত পরাধীন হলো
এতে কী মিরজাফরের সুনাম রটলো?


বঞ্চনা আনে দুঃখ যন্ত্রনা
এতে নেই কোন সান্ত্বনা
এ সব জেনে ও মোরা জানি না,
এতে নেই কোন শান্তি
আনে যুদ্ধ বিভ্রান্তি
বঞ্চনা! তোমায় টা-টা জানাই।


:ঃঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্ত :ঃঃঃঃঃঃঃঃ


            ২৫/১০/২০১৭