অনেক দিন ধরে
চলছি রাস্তার উপরে
জীবনে সব আছে গাঁথা ,
সারা জীবন ধরে
চললাম কি করে
মনে পড়ল সব কথা ।
একদিন এক ভিক্ষারী
উঠল সে গাড়ি পয়সা ছিলনা তার কাছে,
দিল না সে ভাড়া
চালক দিলো তাকে তাড়া
নামিয়ে দিল রাস্তার মাঝে ।
কাঁদছিল হাতে ধরে
' আমি যাবো কী করে ?
এখন তো অনেক রাত ! ',
ভিক্ষারীর সে ব্যথা হৃদয়ে আমার গাঁথা
মন থেকে যায় নি বাদ ।
আর একদিন এক বুড়ি
কাছে ছিল না পয়সা কড়ি
চালক নামিয়ে দিলো হাত ধরি ,
বুড়ি পথের মাঝে পড়ি
দিতে থাকল হামাগুড়ি
কেঁদে বলেছিল ' আমি বিষ খেয়ে মরি ।
আর একদিন একটি মেয়ে
রাস্তায় এসেছিল ধেয়ে
ব্রেক কষল না উগ্র চালক ,
ঠ্যাঙের  উপর পড়ল চাকা
ঠ্যাঙ হয়ে গেল বাঁকা
দৌড়ে এলো গ্রামের বহুলোক ।
কেঁদে বলেছিল ' হায়,বিধি
পঙ্গু হলাম মরন অবধি !
শুনেছিলাম - আমি তার কথা ,
আমার এখন বয়স হয়েছে
সকল কথা আমার মনে আছে
স্মরণ করলে লাগে প্রাণে ব্যথা ।
শুধুলাভ নেবো না লোকসান
এ কেমন ধরনের জীবন খান ?
বলুন যত বিজ্ঞ জন ,
যা আছে সব কিছু নেবো
কাউকে কিছু নাহি দেবো
এ হলো কেমন জীবন ?
নিতে হবে দিতে হবে
' অমর কে কোথা কবে '
এসেছি যখন মরন তো হবেই ,
কিছু গ্রহণ কিছু দান
এ হলো জগতের বিধান
সুখ দুঃখ জীবনে থাকবেই ।


                     ১৩/০৭/২০১৭