বিভ্রাট হলো ভয়ঙ্কর,
চিনে না আপন পর।
জীবনে আনে সংকট,
তার মূর্তি অতীব বিকট।


দেখেনা ন্যায় অন্যায়,
দোষ শুধু পায় পায়।
চারিদিকে অন্ধকার,
আলোর ছোঁয়া নেই তার,


সেখানে হয়না সৃষ্টি,
শুভ তে যায়না দৃষ্টি।
দুশ্চিন্তা বিরাজ করে,
অশুভ শুধু বেড়ায় ঘুরে।


বিভ্রাট ঘটায় ভ্রান্তি,
থাকে না কোন শান্তি।
কিং কর্তব্য বিমূঢ় হয়,
অথর্ব হয়ে বসে রয়।


যেসব কথা
বলা হয়েছে হেতায়,
বহু দৃষ্টান্ত রয়েছে
চার যুগের পাতায়।


সত্যযুগে হিরণ্যকশিপু
পড়েছিল বিভ্রাটে,
মারতে গিয়ে প্রহ্লাদে
নিজে গেল শ্মশান ঘাটে।


তেতা যুগে বিভ্রাটে
পড়ে রাবণ রাজা,
সবংশে নিধন হল
পেল দারুন সাজা।


দ্বাপর যুগে বিরাট রাজা
পড়ে বিভ্রাটে,
প্রজা সহ পুত্রগণ
পড়েছিল মহাসংকটে।


বিভ্রাটে পড়ে কলিযুগে
সমাজ পতিগন,
সতীদাহ প্রথায়
বহু নারীর হল আকাল পতন।




রচনা - 14/12/2020