সময় শেষে পাতা খসে
     গাছ দুঃখ পায়,
জ্যোৎস্ন শেষে অমাবস্যা আসে
     ধরার দুঃখ তার।
রোদের শেষে পুষ্প খসে
      বাগান সৌন্দর্য্য হারায়
জোয়ার শেষে ভাঁটা আসে
       নদী দুঃখ পায়।
হাট ভাঙলে হাটুরিয়া চলে
       হাট শুন্য পড়ে রয়,
সময় হলে বিদায় কালে
       সব চলে যেতে হয়।


দিন শেষে সন্ধ্যা আসেে
   আলো চলে যায়,
জীবন শেষে অন্তিম আসে
    মৃত্যু গ্রাসে তায়।
সূচনা জনমে শেষ মরনে
     জীবন হয় ভোগ,
সুখ-দুঃখ হাসি-কান্না
    সবই কর্মের যোগ।
দেহ নশ্বর আত্মা অবিনশ্বর
    র্কীতি রয়ে যায়,
মরন হয়েও মহামানবগন
     অমর হয়ে রয়।


                           07/10/2017


::::::::::::::::::::::::::: সমাপ্ত ::::::::::::::::::::::::::::::::::