দেশ রক্ষার তরে জীবন বরণ করে
অতন্দ্র পাহাড়ে তুষার জমা পড়ে
যাত্রি উদ্ধারিতে সেনা অভিযান চলে,
জীবনবিপন্ন করে আটক যাত্রি ধরে
পাহাড় কিনারা বেয়ে অভয় তাদের দিয়ে
সমতলে তাদের আনে সাহসের বলে।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


আন্তর্জাতিক সীমারেখায় স্পর্শকাতর থাকে যদি তায়
শত্রু“সেনাকে তাগ নেয় কিভাবে মারবো তায়
জীবনকে তু”ছ করে পাহারায় থাকতে হয়,
স্ত্রী পুত্র পরিজন মনে পড়ে না সেইক্ষন
দেশ মাতাকে স্মরনকরি মারি কিংবা মরি
মাতৃ ভূ‚মি রক্ষা সবার আগে রয়।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


বন্যা ভূ‚মি কম্প দেখা দিলে জনগন বিপন্ন হলে
উদ্ধারিতে জনগনে সেনাগন প্রান পনে
ঝাঁপিয়ে পড়ে দেশ বাসিকে উদ্ধারিতে,
বিপদ কে করেনা মনে যত সংকট আসুক জীবনে
উদ্ধার কর্ম হলো সেরা তুচ্ছ হলো বাচাঁ মরা
সপেঁছে জীবন তাঁরা দেশ ভূমির সেবাতে।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


জল সেনায় আছেন যাঁরা নৌবহরে পাহারায় তাঁরা
জলদস্যু আসলে পরে ঝাঁপিয়ে পড়ে তাদের পরে,
শত্রু“ মেরে কিংবা ধরে আনেতারা নৌবহরে,
দেশে দেশে যুদ্ধ বাধলে সাবমেরিন চলে জলের তলে
নৈাবহর চলে কামান বয়ে শত্রু“পক্ষের দাগ বেয়ে গিয়ে
জীবন টাকে সফল করে শত্রু“ কে আগে মেরে।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


আকাশ পথে উড়ে গিয়ে শুত্রু পক্ষের পিছু ধেয়ে
কী লড়াই যে চলে দুপক্ষে অবাক হই মোরা দেখে সচোক্ষে !
শত্রু পক্ষে বিনাশ করে নেমে পড়ে দেশের পরে,
পিছনের চিন্তা করে না তাঁরা লক্ষ্য হলো শত্রু মারা
এদিক ওদিক উলোট খেয়ে যুদ্ধবিমান চলে ধেয়ে
মাতৃভূমির তরে প্রান পন যুদ্ধ করে।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


খাঁটি সৈনিক যাঁরা তাদের পন শত্রুকে মারা
মারতে গেলে মরতে হয় এও জানেন তাঁরা
এগিয়ে চলেন দেশপ্রেম ও সাহসিকতা ভরে,
তুছ হলো বাঁচা মরা দেশপ্রেম হলো সেরা  
দেশভূমি রক্ষার তরে জীবনকে তুছ করে
ঝাঁপিয়ে পড়ে শত্রু সেনার পরে।
এঁদের পরিচয় জানো কারা ?
এঁরা হলেন বীর সৈনিক যাঁরা।


রচনা - ২০/০১/২০১৯


      সমাপ্ত