কখনও কাজ কখনও অকাজ ,
এ হলো বদ মেজাজ ।
কখনও ভালো কখনও খারাপ ,
এ হলো পরিমাপ ।


যখন ভালো
জ্বালে জ্ঞানের আলো ।
যত মানুষজন
মুগ্ধ সেইক্ষণ ।


ভাবে লোকজন
এমন বিজ্ঞজন ,
পাবো না খুঁজে
এ বিশ্ব মাঝে ।


আবার যখন
ক্ষিপ্ত হন ,
কী বিভৎস কান্ড
ঘটান তখন !


মানির মান রাখে না ,
ভালোর দিকে তাকায় না ।
মনে না কাউকে ,
তাকায় না কোন দিকে ।


মনে আসে যা
করে সেই টা ।
ভাবে না কোন কিছু ,
যা ঘটুক আগে পিছু ।


*****সমাপ্ত********