ধারনা তো ভাবনা
   এ কথা তো ভাবে না কেউ!
আমি ভাবি তুমি ভাবো
     তারা ভাবে না কোন দিনই!
পাঠক ভাবে কর্তা ভাবে
     অন্যরা তো শুধু ঘুরে বেড়ায়,
মজা করে আনান্দ করে
     নেচে বেড়ায় খায় দায়।
মান আছে হুশ আছে
    আমরা হলাম মানুষ,
খায় দায় নেচে বেড়ায়,
     ক’জনার আছে হুঁশ?


অভাব আনে চেতনা
    চেতনা আনে শিক্ষা
শিক্ষা আনে বিকাশ’
   চেতনাই তো ভাবনা!
ঈশ্বর চন্দ্র দুঃখো বাবা
    এদের কথা ধরো না,
বিদ্যাসাগর’ বিদ্রোহী কবি,
     কোন দিনই হতো না!
রবীন্দ্রনাথ, নিউটন, শেক্সপীয়র,
    ব্যাসদেব , বাল্মীকি,
ভাবনা না থাকলে তাঁদের
     বিকাশ ঘটতো কী?
ধারনা যত স্বচ্ছ হবে,
   ভাবনায় ফল ভালো হবে,
উড়ান আকাশে উড়বে,
     মঙ্গলে পাড়ি দিবে!


                                   ২২/০৮/২০১৭


::::::::::::::::::::::::::::::: সমাপ্ত ::::::::::::::::::::::::