ঘনো ঘোর বরষায়
বৃষ্টির ঝাপটায়
চাল উড়ে
বৃষ্টি পড়ে
ভিজে সব তছ নছ,
একটানা বর্ষায়
বাতাসের ঝাপটায়
শিল পড়ে
পাতা নড়ে
হেলে দুলে পড়ে চারা গাছ।
          
         মাঠে ছাগল ভেড়া
         বৃষ্টি বলে একটু দাঁড়া
         তারা ছুট দেয়
         পিছনে না তাকায়
         একটানা যায় ঘরে,
         মাঠের বক চিল
         থাকে না খাল বিল
         চলে তারা উড়ে
         ফিরবে বলে নীড়ে
         মেঘ ডাকে গুরু গুরু করে।


মাঠের শূকর মহীষ
বৃষ্টি কে করে না হিরিষ
চরে মাঠে বিলে
পড়ে খালের জলে
যত বর্ষা হোক ধরায়,
গাছে বানর বনে হরিণ
হয়ে বনের অধীন
বানর গাছে থাকে
হরিণ থাকে ঝাঁকে
পাছে বাঘে তাদের তাড়ায়।


        মাঠ খাল পুকূর
        ভরে হয় টই টুম্বুর
        বর্ষা হলো অতি
        ফসলের কী ক্ষতি।
        ধান ক্ষেত সব্জি ক্ষেত জলের ভিতর,
        যত রাস্তা ঘাট
        আছে বাজার হাট
        কাদায় প্যাচ্ প্যাচ্
        জিনিসপত্র হ্যাচ্ প্যাচ্
        লোক জনের নেই উত্তর।
স্কুল কলেজে ছাত্র
আছে নাম মাত্র
অফিসে কয়েক জন
আদালতে ক'জন?
অচল সব প্রায়?
পর্বত গুহায় যোগী
রোগ শয্যায় রোগী
যোগীর যোগ নষ্ট-
রোগী পাচ্ছে কষ্ট
ঘন ঘোর বরষায়।



  ******* সমাপ্ত ******