চশমা চোখে সুটবুট হ্যাট পরে
চলে বাবুরা দেমাক ভরে
দেখে সবাই তাদের ডরে ,
পিতামাতা গুরুজনে
দেখে না তারা ভালো মনে
সর্ব্বদা ই অমান্য করে ।
খরা বন্যা দেখা দিলে
বাবুরা সব এগিয়ে চলে
নাম আগে লেখায় সরকারী খাতায় ,
বাবুরা পিছনে দাঁড়ায়
গরীবদের সাথে রিলিফ বস্ত্র পায়
গরীবরা অবাক চোখে তাকায় !
বাবুদের এক বিয়ে এক পত্নী
সত্য কথা বলতে কী
উপপত্নী তিন কী চার ,
বাবুরা সব দিনে হয়
এক মতো , রাতে হয় আর
দেখে অবাক লাগে তোমার আমার ।
গরীবের সংসারে আগুন ধরায়
ছলে বলে সংসার ভাঙায়
করে ছন্নছাড়া করে বেহাল ,
বাবুরাই গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি
না আছে শান্তির উক্তি
বাবুরা বাধায় গোলমাল ।
গুন্ডা বদমায়েস পুষে
অত্যাচার চালায় কষে
স্বার্থ লুটতে চায় তারা ,
অত্যাচার অনাচারের ভয়ে
মান সম্মান জীবের দায়ে
গরীব মানুষ যায় মারা ।
গুরুজনদের মানে না তারা
মানিজনরা কে ওরা ?
সর্বদাই গর্ব অহংকারে ভরে ,
গুরুভক্তি যাক দূরে
মানির মান যাক পুড়ে
গুনিমানিরা কে ওরা ?
যাদের নেই ভালবাসা
আছে শুধু হিংসা
তারা কি মানুষ ?
তারা তো অমানুষ
মান নেই হুশ নেই
বাবুরা আবার কিসের মানুষ ?
    
                                   ৩১/০৮/২০১৭