আলো আবছা অন্ধকারে কিছু জানা কিছু অজানারে
       নিয়ে মাথায় হলো জাগরণ,
তখন সকাল হয়নি কাক পাখি ডাকেনি
       সুগন্ধ পুষ্পে ভরে নি এ পবিত্র বন।
কিছু জানা অজানাপথ কিছু শুভাশুভ মত  
       ঘুরিছে করিছে সদাআন্দোলন ,
অজানাপথের সন্ধ্যানে মতামতের শুভ মিলনে
       কজন সংগ্রাম করিছে জীবন পন?


মিথ্যা স্বার্থে ভুয়া আশায় দুদিনের উঁচু বাসায়
       আয়জন করেছো রাশি ভোগ,
হা হা ক্কার করছে ভাই এ চেতনা তোমার নাই?
        ওতে নেই কোন শুভ যোগ।
কালো টাকার চুড়া বিশ্বজগৎ উড়া
       ধুলায় পড়ে ভাই যাচ্ছে গড়াগড়ি!
শিক্ষা নেই তাদের ভিতরে পোশাক নেই পরনে পরে
    তাদের থাকার কোন নেই বাসা বাড়ি!


নারীপীড়ন মদ্যপান চলছে ড্রাগের দোকান
    জাগরণের এ কোন বিধান ?
দীনদুঃখী যা আয় করছে মদ্যপানে সব ব্যয় হচ্ছে
    রাজকোষে কী এত ই টান?
যুবশক্তি ক্ষয় হচ্ছে নারীপীড়ন খুব বাড়ছে
     চড়ছে কী উন্নয়নের মান?
নিজে খাচ্ছে খাওয়াচ্ছে দুর্বলদের কাজে লাগাচ্ছে
    মূলে রয়েছে পুঁজিপতি শয়তান!


আমলাদের অত্যাচার জনগন খাচ্ছে মার
     সরকার এর প্রতিবিধান করছে কী?
নারী পুরুষ সমান তবে কেন তাদের কাঁদান ?
     সবাই তুলো নারী মুক্তির জয় ধ্বনি।
নারী সুস্থ পবিত্র হলে সুসন্তান হবে বলে
    ভালো মানুষে দেশ যাবে ভরে,
কিসুন্দর সাজে ভালো ভালো কাজে
    দুঃখ দুর্দশা অশান্তি যাবে দূরে ।


আমরা মানুষ জাতি এর চেয়ে নাই বড় খ্যাতি
    মানুষ আমরা ভাই ভাই
জৈন বৌদ্ধ খৃষ্টান হিন্দু পারসিক মুসলমান
     মানুষের উপর আর কেহ নাই।
জ্ঞান বিজ্ঞানে আমরা বড় জাতপাতে হয়নি কেন দড়?
   এটা কি হলো জ্ঞানের পরিচয়?
ওয়াটার জলপানি একই বস্তু সবাই জানি
    তবে হরি আল্লা গড কাকে কয় ?


বাইরে হয়েছি স্বাধীন ভিতরে আছি পরাধীন
   এতো দিন হলো তা কী জানি নি ?
নারী শিশু যুবশক্তি মোরা পেয়েছি কী মুক্তি?
     আমরা দূর্বলজন এখনও স্বাধীন হই নি !


                                     ২০/১১/২০১৭