আছে শিয়াল হায়না,
না আছে শুভ ধারনা,
অবিরত দিচ্ছে শুধু হানা!
অহেতুক করছে লোভ,
কে মেটাবে তাদের ক্ষোভ?
এটা কী শিশুর খেলনা!
হায়না কিছু বোঝে না,
চালাচ্ছে হানার পর হানা,
শেয়াল ভাই বড় শেয়না!
অহেতুক করছে দাবী,
বাড়ছে এতে খুন খারাপি,
কে মেটাবে তার বায়না!
শেয়াল শুধু ডাকছে বসে,
হায়না তাতে ফাঁপছে রোশে,
শুভ বুদ্ধি নেই ঘটে!
শেয়াল থাকে ঝোপ জঙ্গলে,
হায়না থাকে গহন বনে,
রাখবো না তাদের এ তল্লাটে!


মা যে মোদের পবিত্র ভূমি
কত ঋষি মহা মুনি
জন্মিলেন কত মহামানব!
যারা যারা ছিল দূরাচারী
অত্যাচারী লোভী পাপে ভারি
হতো হলো সেই দৈত্যদানব।
এ পবিত্র পুন্য ভুমিতে
হায়না পারবে না জিনতে,
উচিত শাস্তি সে পাবে!
একশপঁচিশ কোটি মোরা
রুখে দাঁড়াবে ক্ষিপ্ত যুবকরা
হায়না তখন নিপাত যাবে!
ভারত মোদের মিলন ভূমি
কত সাধক ঋষি মহামুনি
সকল বিভেদ করে একাকার,
ন্যায় সত্য শান্তি মোদের হাতিয়ার
শেয়াল হায়না কী ছার!
মিলন ঘটাবে সবাকার।


                              ৫/১০/২০১৭


:::::::::::::::::: সমাপ্ত ::::::::::::::::::::::