পর্ব্বত কুলে শ্রেষ্ঠ তুমি বিশ্বজনে বন্দে তোমায়,
কত মুনি ঋষি আরোহী, ‍সিদ্ধ হলো তোমার কৃপায়।
ভারতভূমি শষ্য শ্যামল তোমার বারি ধারায়,
সকল জীব নেচে বেড়ায় তোমার করুনায়।
ভুমণ্ডলে তোমার স্থিতি যদি না করতো বিধি,
ভারতের সকল জীবের থাকতো না দুঃখের অবধি।
থাকতো না ভারতে ষড় ঋতুর পরিচয়,
শীতের ঠাণ্ডা বর্ষার ঝাপটা লাগতো মোদের গায়?
বসন্তের কোকিলের কুহু কুহু সুমধুর স্বর,
শুনতাম না কর্নে মোরা যে যার থাকতাম ঘর।
হয়তো কেবল বিরাজ করতো গ্রীষ্মের দাবদাহ,
ভারতের মান রাখতো কী মৌসুমি বায়ু প্রবাহ?


থাকতো না সিন্ধুনদী,গঙ্গা, ব্রহ্মপুত্র ভাগীরথী,
রচিত হতো না গীতা অজুনের রথের সারথি।
কোথায় থাকতো রামায়ন ভাগবত গীতা?
কোথায় থাকতো অয্যেধ্যার রামচন্দ্র সীতা?
কোথায় থাকতো নবদ্বীপ গৌরাঙ্গ মহাপ্রভু?
জোগাই মাধাই এর মাতলামী ঘটতো কী কভু?
কপিলা বস্তুতে বৈশাখ মাসের পূনিমা তিথিতে,
বুদ্ধদেব আসতে পারতেন কী বৌদ্ধ ধর্ম প্রচারিত?
ঠাকুর অনুকুলচন্দ্র আসতে পারতেন কী হিমায়েৎপুর পাবনা?
বিশ্বের আপামর জীব উদ্ধারিতে তিনি করলেন কত সাধনা!
কোথায় থাকতো মুঘল সাম্রাজ্য শাহজাহানের রাজত্ব সাল?
আগ্রায় বিশ্বের সপ্তম আশ্চর্য্য তাজমহল হতো না কোন কাল!
পাগল ঠাকুর রামকৃষ্ণ আর বিবেকের বানী,
চিত্তরঞ্জন দাশ হতো কী ভারত খ্যাত দানী?
বাংলা কাব্য রবীন্দ্রনাথ করলেন কত সাধনা,
গীতাঞ্জলী না লেকলে পরে নোবেল পুরস্কার হতো না!


দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বর্গারোহন হতো কী?
ভেবে মোরা পাগল হই হিমালয় যদি না থাকত-ই!
না থাকলে হিমালয় কৈলাশ ভুমি থাকতো কী?
উত্তর দিতে পারবে নাকো স্বয়ং পিনাকী!
দিল্লী মুম্বাই চেন্নাই হয়তো, কলকাতা কী হতো?
সগর রাজার নাতিপুতি নরকেতে যেতো!
না থাকলে হিমালয় রাবণ তপঃ করতো কোথায়?
ভক্তজনে জল দিতো কী বৈদ্যনাথ বাবার মাথায়?
হিমালয় না থাকতো যদি মেনকার কি হতো !
পার্ব্বতী বিহনে হর মাথা কুড়ে মরতো!
আদিকবি বাল্মীকি ব্যাসদেব , করলেন কত সাধনা,
হিমালয় না থাকলে পরে এসব কিছুই হতো না!


:ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্ত :ঃঃঃঃঃঃঃঃঃঃঃ
                    
                             ০২/০৭/২০১৭