দীন মজুরের পাওনা
ঠিক সময়ে পায়না
এতে সে দুঃখ পায়,
বার বার চায়
টাকা নাই পায়
এতে কেমন মেজাজ হয়!
বিপদে টাকা দিলে
বন্ধু টাকা নিলে
বন্ধুর বিপদোদ্ধার হলো,
বন্ধুকে টাকা চাইলে
দিন দিতে থাকলে
তোমার ধৈর্য্য  থাকবে বলো!


জন্ম সার্টিফিকেটের তরে
গ্রাম পঞ্চায়েতে গেলে
পঞ্চায়েৎ কর্মী দিন দিলো,
বার বার ঘুরলে
সার্টিফিকেট না পেলে
মেজাজ কেমন হবে বলো!


নূতন পাশবুক খুলতে
আমায় হলো যেতে
ব্যাঙ্ক দিলো দিন,
ঘুরে ঘুরে এলাম
একাউণ্ট নং না পেলাম
একাজ টা কি সমীচীন?


মিথ্যা চাকরীর আশে
টাকা নেয় বেকারদের কাছে
ঘুরায় তাদের বার বার,
চাকরী নাই পায়
কী কষ্ট যে হয়!
এ কেমন পকেটমার!


মানুষের দরকারী কার্য্য
এবং পাওনা ন্যায্য
বার বার চেয়ে না পায়,
এতে বিরক্তি জন্মায়
মেজাজ নাহি রয়
একে হয়রানি কয়।

:ঃঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্ত ঃঃঃঃঃঃঃঃ
          ২২/১০/২০১৭