কা-কা ডাকি বলে, কর্কশ স্বরে,
কেউ ভালবাসে না মোরে, রাখে বহু দূরে।
কেউ দেখলে মোরে,  ‘দুর দুর’ করে,
কালো বলে সবাই বলে, ‘তুই যা মরে!’


ভালোবাসি মানুষদের,
তাই ভুলি না তাদের,
ভোর হলে এসে ডাকি,
‘উঠে পড়ো সময় হয়েছে কাজের।’
শিশুদের বলি, ‘পাঠশালায় যাও চলি।’
বলি চাষিদের, ‘কাজ করো সব্জী ক্ষেতের।’
শ্রমিকদের বলি, ‘কলকারখানায় যাও চলি।’
বলি শিক্ষকদের,
‘অবহেলা করিও না দায়িত্ব কর্তব্যের।’
বলি মায়েদের,
‘যত্ন করে কাজ করো সংসারের।’


কারুর দেখাদিলে শুভাশুভ,
আমি ভুলি না কভু,
ডাকি নানা ভাবে নানা স্বরে,
তাড়া মার খেয়ে তবু।
পূব,পশ্চিম,দক্ষিন মুখে,
কর্কশ রসে মরা ডালে বসে,
ভালমন্দ বিপদ আপদের ,
সংবাদ দিতে তোমাদের সকাশে।


আমার বাসায় ডিম পেড়ে
কোকিল থাকে পরম সুখে,
আমি বাচ্চাকে বড় করি
যতদিন না উড়তে শিখে।
কোথাও কোন ময়লা পড়লে
মরা গলা পচতে থাকলে,
সাদরে মুখে তুলে
নিয়ে যাই অন্যত্র চলে।
গরুর গায় টেক হলে পরে
ঠোঁট দিয়ে তুলি তারে,
মানুষ তবুও দেখলে বলে
‘তুই যা না মরে!’


দুনিয়ায় সবাই দেখে উপরে
দেখে নাতো কেউ ভিতরে,
রুপের বিচার আগে হয়
গুনের বিচার পরে!


                                 ১৭/০৭/২০১৭


::::::::::::::::::::::::: সমাপ্ত :::::::::::::::::::::::::::