ধন্য কলম, ধন্য তুমি পৃথিবীতে
       ধন্য তোমার জনম,
কারুর রেহাই নেই, প্রজা কিংবা রাজা,
      যেখানে আছে কলম।


বিচারকের কলমে, আপন পর নেই,
      নেই কোনো ভালোবাসা
বিচারের রায়ে কেউ পায় মুক্তি,
       কেউ পায় সাজা।
কেউ বা হারায় সব, কেউ করে ভোগ,
             এ কেমন মজা!
বিচারকের কলম চলে না আঁকাবাঁকা,
           চলে সে সোজা।
হায়! কলম, কেউ বা রেহাই পায়,
         কারুর মরণ,
আপন-পর দেখো না তুমি,
     এ কেমন ধরন!


কবির কল্পনায় কাব্য কবিতা প্রবন্ধ উপন্যাস
গল্প রচনায় অবিরাম কলমে চলিছে লিখন,
দূর হতে সুদূরে ধায় কল্পনার প্রসারন
কাব্য কবিতা প্রবন্ধ অমর রহে এ মর্ত্য ভুবন।


দিন রাত পড়ে কত শ্রম করে,
     ছাত্র লেখে খাতায়,
ঠিক বেঠিক দেখে নম্বর পড়ে
    ফলাফলের পাতায়।
ছাত্র লিখলো, পরীক্ষক নম্বর দিলো,
     উভয় দিকে কলম ছিল,
কি করবো বলো, যা ঘটলো,
    কর্ম অনুযায়ী ফল হলো!


মাসের পর মাস, বছরের পর বছর,
        গবেষক ভাবলো,
বহু ভাবনার পর যা পেলো,
   কলমে তা লিখলো।
কলমে লিখতে লিখতে বহুদিন শেষে,
   নূতন আবিষ্কার হলো,
পৃথিবীর হলো, নিজের হলো,
   এ কেমন ভাগ্য বলো!


বিধির বিধানে ক্ষমতা এলো,
সাবরেজিস্টার কলম পেলো,
ভাগ্য বিড়ম্বনায় কোটিপতি নিধন হলো,
এ কেমন খেলা হলো!


দেশমাতার উন্নয়নে, দেশ নেতার সুচিন্তনে
          পরিকল্পনা গ্রহন,
ভবনে ভবনে পরিকল্পনা রূপায়নে
   অবিরাম কলমে চলছে লিখন,
বিশ্বের যাবতীয় জ্ঞান ভান্ডার সংরক্ষনে
      চলিছে কলমে লিখন,
দৈনন্দিন সংবাদ পরিবেক্ষনে
  প্রধান ভূমিকা নিয়েছে কলম।


চিত্র গুপ্তের কলমে ডাক পড়বে যখন,
    যেতে হবে যমের ভবন,
যতদিন পৃথিবী থাকবে ততদিন
  অমর রবে এধরার কলম।


                                          ২৪/০৭/২০১৭


:::::::::::::::: সমাপ্ত :::::::::::::::::::