কালো যদি এতই খারাপ
বলতে পারো ভালো?
সুন্দরীর মাথার চুল
অতই কেন কালো?
গায়ের রং ফর্সা হলে
সবাই আদর করে,
চোখের তারা খৈরী বলে
কেনো দেখে কু-নজরে?


কালো গাই ধবল গাই
আছে সবার গোয়ালে,
কালো গাইয়ের দুধ কেনো
মিষ্টি সবাই বলে?
দিনের আলো চাঁদের আলো
আলো সবার ভালো,
নিদ্রা এলে কেনো বলে
নিভাও এখন আলো।


আধার কালো কৃষ্ণ কালো
বলতে পারো তোমরা?
রাজ নন্দিনী রাধার কাছে
কৃষ্ণ কেনো সেরা?
দিনের আলোয় গতর খেটে
কাজ করি সবাই,
রাতের অন্ধকারে কেনো
নাক ডেকে ঘুমাই।


রোদে পুড়ে জলে ভিজে
চলতে পারিনা মোরা,
পথ চলতে বাইরে বেড়াতে
কালো ছাতাই সেরা।
বুট জুতা কালো সকলেরি ভালো
মোরা সবাই আদর করি,
শীত রুখতে ঠান্ডা এড়াতে
কালো শোয়টারই পরি।


চন্দ্র সূর্য গ্রহ তারা
যখন ছিলনা আলো
মহা শূন‍্যে কেউ ছিলনা
ছিল কেবল কালো।
অনাদির আদি কালো
কালো হলো অন্ধকার
বিচার করে বলতে গেলে
কালো বড় সবার।



রচনা -07/11/2021