কল্পনা তো মনের ভাবনা
         এ-কথা কি জানো না?
মিটায় ক্ষুধা মিটায় তৃষা
        দেহের দিকে দেখে না!
দিন নেই রাত নেই
      ছুটে কল্পনা অবিরাম,
শ্রমিক খাটে সময় মতো
        কবির নেই কোনো বিশ্রাম!
কল্পনায় সৃস্টি হয় কাব্য-কবিতা
          ভুত ভবিষ্যৎ দূর হতে সুদূরে
কবির কাব্য -কবিতা অমর রহে
        কল্পনার সুদূর প্রসারে।
কাব্য ও কবিতায় কবি আছে
         শুধু কল্পনার আলপনায়,
বীরের আসফালন ঘটে শুধু
        ভয়ানক অস্ত্রের ঝনঝনায়!
হিটলার ও নেপোলিয়নের দেশজয়
          বিদ্যুতের চমকের ন্যায়!
রবীন্দ্রনাথ ও শেক্সপীয়রের
           কাব্য-কবিতা যুগ-যুগান্তর রয়
ত্রিলোক ব্রহ্মলোক গোলক
          কাব্য-কবিতা আর ও বহুদূর ধায়,
নেপোলিয়নের মতো দিগ্বিজয়ী বীরের
         আসফলন শুধু মাটির ধরায়!
কল্পনায় কাব্য কবিতা উপন্যাস
          প্রবন্ধ রচনা গল্প ও সংগীত,
অমর রহে যুগ যুগান্তর
       কিন্তু বীরপনায় আমরা শঙ্কিত।


                                                ২২/০৮/২০১৭


:::::::::::::::::::::::::::::: সমাপ্ত :::::::::::::::::::::::