বিধি কি মনের সাধে
সৃজিলেন প্রকৃতি এ ব্রহ্মাণ্ড মাঝে
কী অপূর্ব সুন্দর!
প্রকৃতির মাঝে আছে এক
সর্বশ্রেষ্ঠ জীব, সে হল মানুষ।
তার রয়েছে অদ্ভুত কদর।
তার আছে জ্ঞান বুদ্ধি
বিবেক ও মন, আদব-কায়দা
সে অতি বিচক্ষণ,
সহজে সহসা ভুলে না সে,
সে অতি চতুর। দেখবো
কিসে মজে মানবের মন।


পর্বত খানি ভর্তি গাছে
মুনি ঋষি তপস্যায় আছে
বাঘ ভাল্লুক ঘুরছে মাঝে
এমন দৃশ্য কোথায় আছে?
আম গাছে থাকলে
লোথায় লোথায় ঝুললে
আম যখন পেকে যায়
কী সুন্দর দেখতে তায়!
পদ্ম পুকুরে পদ্ম রয়
গুন গুনিয়ে মৌ মাছি ধায়
পদ্মে বসে মধু খায়,
কী সুন্দর দৃশ্য হায়!
সরোবরে মাছ চরে
ছিপ ফেলে মাছ ধরে
কী আনন্দ পায় তাতে!
এমন দৃশ্য কোথায় পেতে?
দুনিয়া ময় শিশু রয়
শিশু সব সুন্দর হয়
মায়ের কোলে শিশু যখন
দেখতে কত সুন্দর তখন!


যেখানে মোরা যাই
সেখানে আদর পাই
মায়ের কাছে যখন যাই
মায়ের আদরের তুলনা নাই।
পাখি যখন উড়ে
নীল আকাশ জুড়ে
গেয়ে যায় কত বুলি
কেমন লাগে পাখি গুলি!
রুটি রোজগারের দায়
রোদে তাতে ঘুরে বেড়ায়
মৃদু মন্দ বায়ু বয়
ক্লান্ত শরীর জুড়িয়ে দেয়।
খেলার মাঠ ফাঁকা রয়
খেলা যখন শুরু হয়
বহু লোক জমা হয়
তখন কী সুন্দর দেখায়!
হাতে শাঁখা পলা রয়
মাথায় সিঁদুর হার গলায়
শাড়ি পরে চলে যায়
কি সুন্দর লাগে তায়!


স্কুল শুরু হয়,
ছাত্র-শিক্ষক দাঁড়িয়ে যায়
জাতীয় সংগীত গায়
কী সুন্দর লাগে তায়
ঠাকুরের মন্দিরে
ধূপ দীপ নৈবিদ্যে পূজা করে
পুরুত মশাই ঘন্টা বাজায়
তখন কি সুন্দর দেখায়!
পবিত্র মসজিদ ঘরে
মুসলিম ভাইয়েরা নামাজ পড়ে
বিশ্বের তুমি কোথায় যাবে?
এত সুন্দর কোথায় পাবে?
খ্রীষ্টান ভাইয়েরা গীর্জা ঘরে
ঈশ্বর চিন্তায় মন রাখে
অসৎ চিন্তা দূরে
এমন দৃশ্য পাবে বিশ্ব ঘুরে!
রাতে বেরোয়  যারা
সারা আকাশ তারায় ভরা
মিটি মিটি আলো দেয়
কি সুন্দর লাগে তায়!
বিবাহ বাসরে
বহু লোকের মাঝারে
বেদিশালে বর কন্যা বসালে
তখন তাকে সুন্দর বলে।
মেয়েটি দেখতে কালো
বিদ্যা আছে ভালো
গুণের অধিকারী হলে
তাকেই সুন্দর বলে।


জন্মিয়ে মনুষ্য কুলে
জীবের সেবা করলে
গুরু ভক্তি থাকলে
সুন্দর তাকেই বলে।
পালতুলে জাহাজ চলে
সমুদ্রের অগাধ জলে
তখন সমুদ্রে তাকালে
মনটি কোথায় যায় চলে!
ক্রিকেট খেলা হলে
খেলোয়াড় ছক্কা মারলে
কী আনন্দ পায় তাতে!
এমন দৃশ্য কোথায় পেতে?
গাভী হাম্মা হাম্মা ডাকলো
বাছুরটি ছুটে এলো
দুধ খেতে থাকলো
দেখতে কেমন লাগল
আকাশে মেঘ ডাকলে
বিদ্যুৎ চমকালে
ভয় মোরা যদিও পাই
এমন দৃশ্য কোথাও নাই।


এভাবে সৌন্দর্যের ছবি
আঁকবো কত আর
প্রকৃতি হল বিধাতার
অপূর্ব অবতার,
মানব হল প্রকৃতির
শ্রেষ্ঠ অবতার
তার মনের মহিমা
বুঝা অতি ভার।



রচনা -09/08/2017