কোকিলের বহু দোষ
মানুষের নেই তাতে রোষ,
ঘরনেই বাসানেই
এটা হলো তার বড় দোষ।
কাকের ডিম ভাঙে যে
ডিম পাড়ে তাতে সে।
ডিম থেকে বাচ্চা হয়
কাক তাকে খেতে দেয়।
কুহু কুহু ডাকে যখন
কাক তাড়া দেয় তখন।
সেই থেকে কাকের রোষ
কোকিলের বড় দোষ।


খাদ্য খেল ডিম ভাঙল
কাকের জীবন হলো কালি,
এসব দেখে বনের পাখি
দুহাতে দেয় তালি।
কোকিল খোলামেলা উড়েনা
যেখানে সেখানে বেড়ায় না।
কোকিল কুহু কুহু ডাকলে
লুকায় সে পাতার আড়ালে।
কোকিল দেখতে কালো
দোষ আছে ভালো।
সে যদি র্নিদোষ হতো
তাহলে খোলামেলা উড়তো।


সুমধুর কন্ঠ বড় গুন
কোকিলের সবদোষ হলো খুন।
অতো বড় বড় দোষে
কোকিলকে তবুও ভালবাসে।


                                        ১৭/০৭/২০১৭


::::::::::::::::::::::: সমাপ্ত :::::::::::::::