মুখের কথা মনের ব্যথা
হানে আঘাত অন্তরে,
সকল কাজে ঘিনুর মাঝে
ঝড় বয়ে যায় ভিতরে ।
সে সব কথা যথা তথা
বলা তা যায় না,
ভিতরে থাকে কয়না কাকে
সে হলো মনের বেদনা ।


দুঃখ অদৃষ্টে কত কষ্টে
পালন করে পুত্রে,
বৃদ্ধ বাবা মাকে দেখে না কাউকে
বারি ঝরে দুই নেত্রে ।
ভালোবেসে কাছে বসে
বললাম ভালো কথা,
পরক্ষনে আন শুনে
অন্তরে হানে ব্যথা।


বিপদে পড়ে টাকা নিলে
বিপদ উদ্ধার হলো,
দেওয়া টাকা হলো ফাঁকা
ঝগড়ায় কতো না শুনালো ।
দশরথের শরে সিন্ধু গেল মরে
অন্ধক অন্ধকী মনের বেদনায়,
হা-পুত্র কোথা গেলে ফেলে শোকানলে
পিতা মাতা স্বর্গে যায় দু,জনায় ।


মন্থরার কু মন্ত্রনায় কৈকেয়ীর যন্ত্রনায়
বেদনায় হতবাক দশরথ,
রাম গেল বনে দুঃখ পেল মনে
দশরথ বেছে নিল মরনের পথ ।


গায়ের ব্যথা যথা তথা
চিকিৎসায় তা সারে,
কয়না কথা মনের ব্যথা
জিবনকে সে মারে।
মনের তাপ মুনির শাপ
অন্যথা না হইবে,
মনে ব্যথা পাবে সে পথে না যাবে
কথাটি স্মরনে রাখিবে ।



্্্্্্ সমাপ্ত ্্্্্্্