চলছে চলছে থামছে না
বাধা আসলে মানছে না,
বিপদ আসলে দমছে না
ভয় দেখালে কাঁপছে না।


রোগ-ব্যাধি কে রাখছে দূরে
নতুন নতুন আবিষ্কারে,
ফলছে ফসল মাঠ ময়দানে
বাস করছে মানুষ দালানে।


সামনে গিরি দিচ্ছে পাড়ি
মাঠ ময়দানে চলছে গাড়ি,
আকাশ পথে উড়ছে উড়ান
সমুদ্রতে চলছে চালান।


সম্পদ আছে সমুদ্র তলে
খনির খবর পাচ্ছে পাতালে,
অজানাকে জানার তরে
যাচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে।


আধিপত্য বিস্তারের লড়াই
ধরার মাঝে চলছে সর্বদাই,
সম্পদ ও দেহের বড়াই
জীবন থাকতে করতে নাই।


চলছে কর্ম চলছে লড়াই
চলছে ন্যায় সত্য ধর্ম আলাপন,
ধৈর্য ধরে বিচার চলছে
একেই বলে মানব জীবন।


বাল্যকালে শিখতে হয়
গড়তে হয় যৌবনে
বার্ধক্যে সৌন্দর্য বাড়ে
সমাপ্তি ঘটে মরণে।



রচনা -19/09/2021