আমরা মুচি মেথর ঝাড়ুদার,
জীবনে নেই কোন আব্দার।
যখন খাটি তখন চলে,
সবাই মোদের মুচি মেথর বলে।
জীবনে নেই কোন স্বাচ্ছন্দ,
কেবল পাই দুঃখ নিরানন্দ।
এ কথাটা তুমি বলে দিও,
তুমি মোদের জন্য কিছু লিখিও।


ময়লা জমলে অলি গলি রাস্তায়,
ডাক পড়ে "মেথর ঝাড়ুদার, কোথায়?
বাবুদের ছিঁড়লে "জুতা ছাতা,
গরম হয়ে ওঠে তাঁদেরি মাথা!
জীবনটা সঁপেছি মোরা সমাজ সেবায়!
মোদের বাল বাচ্চার হবে কী উপায়?
এ কথাটা তুমি বলে দিও,
তুমি মোদের জন্য কিছু লিখিও।


পরনে পরি না ভালো-মন্দ খাইনা,
শিক্ষা নেই ভেতরে রোগব্যাধি ঘরে ঘরে।
বলতে পারিনা এহেন বঞ্চনা,
হেসে পাইগো সান্ত্বনা।
হস্তে ধরি বিনয় করি জানাই মিনতি
সদয় হইয়ো তুমি মোদের প্রতি।
এ কথাটা তুমি বলে দিও,
তুমি মোদের জন্য কিছু লিখিও।



রচনা - 31/12/2018