অকুল সমুদ্র আমার পিতা
     শীতল হিমবাহ হলো মাতা,
সূর্যের প্রবল তাপে
     আমার জন্ম হলো হেথা
চলি উজানে সুজানে
      চলি আমি অবিরাম,
দিন নেই রাত নেই
     নেই কোন বিশ্রাম।
পার হই বন জঙ্গল
   পার হই সীমাহীন প্রান্তর,
বয়ে যাই শহরগঞ্জ
     বয়ে যাই গ্রাম গ্রামন্তর।
নৌকা চলে পাল তুলে
       বোট চলে মেশিনে,
তেষ্ট পেলে জল খায়
       গরু মোষ হরিনে।
ঝড় ঝাপ্টায় নৌকা ডুবে
     এ কুল ভাঙে ও কুল গড়ে,
ভাঁটা হলে জল কমে
       জল বাড়ে জোয়ারে।
বন্যায় কুল ভাঙে
      আর ভাঙে বাড়িঘর,
পলি পড়ে জমিনে
       ফসল ফলে সুন্দর।
ছুটে চলি দিশাহারায়
      মিশবো বলে মোহনায়,
প্রবল জোয়ারের ধাকায়
     আবার ফিরতে হয় আমায়।
বাধা মানিনা আমি
        চলি দিবানিশি,
অবশেষে সমুদ্র মোহনায়
       আমি গিয়ে মিশি।


হাসি কান্নার খেলা
    সুখ দুঃখের মেলা
চলছে আমার বুকে,
   বাধা আসলে থামবেনা
কর্তব্য ভুলবে না
   থাকবে চিরসুখে।
                      
                           ১৫/০৭/২০১৭


:::::::::::::::::::::::::::::  সমাপ্ত  :::::::::::::::::::::::