আমরা মানুষ তাই
কামনা করি সবাই
ভালো একটি দুটি সন্তান যেন পাই,
এ কথাটা জানা চাই
আমরা  যদি ভালো হই
ভালো সন্তান মোরা অবশ্যই পাই।
নারী পুরুষ ভাল হলে
বিধাতা অবশ্যই বলে
ভাল সন্তান হইবে নিশ্চয়ই,
পুরুষ দুষ্টু নারী ভালো
সায় দেয় বিধাতা ও
ভালো সন্তান হয় বেশী অংশেই।
নারী পুরুষ দুষ্টু দুজনেই
বিধাতা দেয়না সায় মোটেই
কুসন্তান জন্ম লবে অবশ্যই,
আবার পুরুষ ভালো নারী দুষ্টু
বিধাতা হয় না তুষ্টু
এক্ষেত্রে কুসন্তান হবে নিশ্চয়ই।


সত্য যুগে দৈত্য হিরন্যকশিপু
জগৎ কর্তা হরি ছিল তার রিপু
স্ত্রী ছিল হরি ভক্তি পরায়না,
স্ত্রীর সাধনার বলে
পুত্র প্রহ্লাদ এলো ধরাতলে
হরি নাম ছাড়া সে কিছুই জানতো না।
ত্রেতা যুগে বিশ্বশ্রবা মুনির ঔরসে
নিকষা রাক্ষসীর গর্ভবাসে
জন্ম নিল দূরাচারী রাবন,
দ্বাপরে ধৃতরাষ্ট্র গান্ধারী
মতি ছিল অন্যায়ে ভারী
ধরায় এল অত্যাচারী দূর্যোধন।
কলিযুগে জগন্নাথ  মিশ্রের ঘরে
ভক্তি মতি শচীমায়ের উদরে
জন্ম নিলেন নিমাই,
মহা পাপে লিপ্ত হয়ে
মহাপ্রভুর চরনে আশ্রয় লয়ে
উদ্ধারিল জগাই মাধাই।


আধুনিক যুগে ঘরে ঘরে
দেখা যাবে সন্ধান করে
বহু রয়েছে জ্বলন্ত প্রমান,
মাতৃভুমি উর্ব্বরা হলে
মাটিতে বীজ বপন করলে
সব্জি উদ্ভিদ হবে বলবান।
শুন শুন মানুয় ভাই
গুরুপদে ভক্তি থাকা চাই,
গুরু ভক্তি বলে সর্বত্রই
জয় তোমার অবশ্য হবেই।


””””””””””””””””সমাপ্ত’’’’’’’’’’’’’’’’’’
          ৩০/১০/২০১৭