সবুজ হলো গাছের পাতা বনের লতা
ধান দূবা গমের পাতা,
মিটায় পেটের জ্বালা,জলের তৃষ্ণা
মিটায় পেটের ক্ষুধা।
গাছের পাতা সবুজ দেখায়,
এসব কথা জানে কে?
অপরাজিতা দেখায় নীল
নীল আকাশের আলোতে
সবুজ খেয়ে বাঁচে জীব
নেচে বেড়ায় ভালো,
এসব কথা ভাবে না তারা
খাচ্ছে সূর্যের আলো!


লাল হলো রক্তের রঙ বাধায় যুদ্ধ গণ্ডগোল
এতে হয় ভাঙন না হয় মরন,
লাল হলোে ঐশ্বযের আড়ম্বরের ধরন,
এর মধ্যে মিলে না কোন ঐক্যের বন্ধন।
লালে আছে ধ্বংসের বীজ আনে বিপ্লব
রক্তপাত হিংসা গর্ব অহংকার,
রাবন,কংস,দুর্যোধন,নেপোলিয়ন,হিটলার
এদের কীর্তি জানা আছে সবার।
লাল মোদের বাঁচায় না, দেয় না কোন সান্ত্বনা,
লালে শুধু বঞ্চনা, শান্তি কিছুই পাইনা।
সবুজ খেয়ে বাঁচা যায় জীবন এতে বাড়ায়,
সৃষ্টি রহস্য লুকিয়ে আছে সবুজের ধারায়,
সবুজ ছাড়া অহিংসা ভাবা যায়? শান্তির
বীজ লুকিয়ে আছে সকল অহিংসায়।
মীমাংসাই তো অহিংসা,অহিংসা আনে শান্তিি
এ সব তোমরা বুঝো কী?
বুঝতে গেলে যেতে হবে স্বামীজী
বুদ্ধদেব,আকবর,রবীন্দ্রনাথ,গান্ধীজী।


                                           ২৪/০৮/২০১৭


:::::::::::::::::::::::::::::::::: সমাপ্ত ::::::::::::::::::::::::::::::::::::::