’মন্ত্রের সাধন কিংবা শরীর পতন’
      এর নাম হলো সাধনা’
অধ্যয়ন তো সাধনা-ছাত্র হয়ে
       তোমরা তা বুঝো না?
আদি কবি বাল্মীকি ব্যাসদেব
     অন্ধ কবি হোমারের রচনা,
বুদ্ধদেব,মহাবীর,মোহাম্মদ,রামকৃষ্ণ
  বিশ্বামিত্র ও একালব্যের সাধনা।
ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র নজরুল রবীন্দ্রনাথ
     আর বিবেকের বানী,
অমর্ত্যসেন, জগদীশবসু, গান্ধীজী
       চিত্তরঞ্জন দাস জগৎখ্যাত দানী।


বাল্মীকি ব্যাসদেব ‘রামায়ন’ ‘মহাভারত’
    দুটি মহাকাব্য করলেন রচনা,
বিনা সাধনে মোহাম্মদ মহাবীর বুদ্ধ
বিশ্বামিত্র ও একালব্যের সিদ্ধিলাভ হতো না!
ঈশ্বর ‘বিদ্যাসাগর’ হলেন কঠোর সাধনায়,
নজরুল  ‘বিদ্রোহী কবি’ হলেন কী দুঃখ যন্ত্রনায়!
রামকৃষ্ণ জীবন কাটালেন আধ্যাত্মিক চিন্তায়,
স্বামীজী বিশ্বজয় করলেন কঠোর সাধনায়।
কত সাধনায় বঙ্কিমচন্দ্র হলেন  ‘সাহিত্য সম্রাট’
গান্ধীজী হলেন ‘মহাত্মাজী’,
বিনা সাধনে রবীন্দ্রনাথ ও অমর্ত্যসেনের
‘নোবেল’ পুরস্কার হতো কি?
‘ইলিয়ড’ ‘ওডিসি’ লিখতে গিয়ে
হোমার করলেন কত সাধনা!
জগদীশ বসুর  ‘উদ্ভিদতত্ত্ব’
বিশ্বজগৎ জানতো না!
                            
                            ১৫/০৮/২০১৭


    ::::::::::::::::::সমাপ্ত::::::::::::::::