কি কথা বলিব ভাই
ভেবে আকুল হই,
চেয়ে দেখি চারিধারে
তারে দেখি কই?


মনে জাগে বারে বারে
দেখি বারে তাঁরে
খুঁজে পাই নাই
আছি যেন বদ্ধ কারাগারে।


কি অপূর্ব রূপ তার
বর্ণিতে নারি,
দেখিলে মোহিত হই
কি বলিতে পারি?


ধরা দিয়ে দেয় নাই
ধরিবো কেমনে,
দেখা দিলে দেখি নাই
বিদ্যুৎ যেমনে।


অন্তরেতে দেখো তারে
খুঁজিলে বহু দূরে
সাধনার ধন সে
পাবে সিদ্ধি লাভের পরে।


গুরু পদে ভক্তি নিষ্ঠা
কর্মে কঠোর সাধনা,
এছাড়া কৃতকর্মে
সিদ্ধি লাভ ঘটে না।


রচনা -28 /09/ 2021