রাত পোহালে সকাল হলে
কর্ম চলে তালে তালে
বিরাম বিশ্রাম নাই,
কর্ম ধরো কর্ম করো
কর্ম হল জীবনের সার
কর্ম তেই সকল ফল পাই।
জোয়ার ভাঁটা শশী তপন
দিবানিশি জনম মরন
এদের নাই কোন বিশ্রাম,
কর্মহীন হলে পরে
স্রোত হীন জলাধারে
থাকবে না কোনো দাম।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!


সড়ক উন্নয়নে সেতু বাঁধ নির্মাণে
দুর নিকট হলো যোগাযোগের সুবিধা এলো
থাকলোনা যাতায়াতের অসুবিধা,
মেট্রো চালু হয়েছে শহরের ভীড় কমে গেছে
যাতায়াত সমস্যা হয়েছে সমাধা
টিভি আবিষ্কারে লোকজন ঘরে ঘরে,
দেখছে ফুটবল খেলা কলকাতার বইমেলা
অসম্ভব সম্ভব হচ্ছে দুনিয়ায়,
ঘরে বসে ফোন করে
সংবাদ নিচ্ছে আমেরিকার দ্বারে
অবস্থা কেমন চলছে ব্যবসায়।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!


সকাল হলে গবেষণা চলে
সময়ের তালে তালে
গবেষকের নাই কোন বিশ্রাম,
গবেষণাগার খোলা সর্বক্ষণ
বিচক্ষণ কত বিশেষজ্ঞজন
চিন্তা ভাবনা চলে অবিরাম।
ভাবতে ভাবতে সময় আসে
নতুন আবিষ্কার হয় নিমিষে
ফল পায় গোটা বিশ্ব,
বিপ্লব শ্বেত হলুদ সবুজ
পৃথিবী কেন এতো অবুঝ?
টের পাচ্ছে না উষ্ণায়নের দৃশ্য!
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!


সকাল হলে কর্ম চলে
সুন্দর কিভাবে হবে এই ধরণী
সদা ভাবেন দেশহিতৈষী নেতা-নেত্রী,
খাওয়া নেই ঘুম নেই
দেহের দিকে দেখেনাই
চিন্তা দিয়ে কর্ম চলে দিবারাত্রি।
দেশের নানা বিধ উন্নয়ন
পরিবেশ দূষণ উষ্ণায়ন
জলবায়ু পরিবর্তনে চেষ্টার অন্ত নাই,
দেশে দেশে ভাতৃ ভাব
থাকবে না কোনো অভাব
আমরা মানুষ পরিচয় একটাই।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!


সকাল হলে কর্ম চলে
সন্ত্রাসবাদ নাশকতার কাজ
বড় চ্যালেঞ্জ হয়েছে বিশ্বের উপর,
প্রতি নিয়ত প্রাণহানি
মানছেনা শান্তির বাণী
এতে রাষ্ট্রসঙ্ঘের কেন পড়ছে না নজর?
মনুষ্যত্ব মোদের ধর্ম
সেবা হলো মোদের কর্ম
মানুষ আমরা ভাই ভাই,
ছাড়ো হিংসা দ্বেষ
বাঁচাও পরিবেশ
মানুষ হয়ে হিংসা করতে নাই।
বাগানে ফুল ফুটলে আনন্দ পাবো সকলে,
কত সুন্দর লাগে বলো
ফুল বাগানে তাকালে!




রচনা - 20/02/2018