কলকাতা হাওড়া চেন্নাই মুম্বাই,
রেল স্টেশনে আছে কত বোন ভাই।
ওদের নেই বাসা নেই ঘর,
ওদের সবাই আপন,নেই কেউপর।
ওদের না আছে বসবাসের ভূমি,
বাস ওদের ফুটপাতের জমি।
সারাদিন ধরে ভিক্ষা করে ওরা,
সবকিছু হারিয়ে হয়েছে সর্বহারা।
যখন মাগে তখন দিন চলে,
যা দেয় তা নেয় কথা না বলে।
ওদের না আছে কোন আশা,
বাবুদের কৃপাই হলো ভরসা।
ভিক্ষার উপর নির্ভর করে ওরা,
সব আশা ‍উদ্দীপনা গেছে মারা।
দেখে শুধু বলে না কিছু,
নমস্কার জানায় হয়ে নিচু।
খেতে পায় না পরে না ভালো,
বেঁচে পায় না শিক্ষার আলো।
না আছে অন্ন বস্ত্র বাসস্থান,
স্বাস্থ্য শিক্ষা হয়েছে খান খান।
ওরা জন্ম নিয়েছে মানুষ বলে,
ঠিক হবে পশু বলে পরিচয় দিলে।
পশুপাখির আছে স্বাচ্ছন্দ বিহার,
পেট ভরে আনন্দে করে আহার।
সেটুকু ও আনন্দ নেই ওদের জীবনে,
শান্তি পাবে ওরা একমাত্র মরণে!
দেশ গড়ার নিয়েছেন যাঁরা দায়ভার,
উপায় কী হবে? এ সব সর্বহারার!


                                         ২০/১০/২০১৭


:::::::::::::::::::::::::: সমাপ্ত :::::::::::::::::::::::::::::::