শরতের দিনে গগনে গগনে
পড়ে যায় সাড়া,
খবর এসেছে মেঘেদের কাছে
তারা পেয়েছে ছাড়া ।


শরতের আকাশে পুঞ্জে পুঞ্জে ভাসে
সাদা কালো ফেকাসে,
যায় তারা দূরে দূর হতে সুদূরে
শরতের বাতাসে ।


সকাল হতে সন্ধ্যে শিউলির গন্ধ্যে
মৃদুমন্দ বায়ু  বয়,
জুই টগর মেলা মাধবী লতায় রাত্রি বেলা
সুগন্ধে আমোদিত হয়।


খালে  বিলে পাতলা ফুলে
কি আনন্দ লাগে তারে,
দিঘি ভরা জলে সুগন্ধ পদ্মফুলে
অলিকুল গুন গুন করে।


কচি ধান গাছে খেত ভরে আছে
হাওয়া দোলা দেয় তারে,
শিরিষ বাবলা শিউলি আমড়া
পাতা ঝরে ঝরে পড়ে।


সকাল বেলায় ঘাসের ডগায়
শিশীর দেখা যায়,
গাছের ডালে কী সুন্দর তালে
দোয়েল শ্যামা গায় ।


জ্যোৎস্না রাতে বনের বাঁকে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
গৃহস্থের হাঁস ছাগল মোরগ
ভয়ে তারা কাঁপে।


শরতের দিনে মুসলিম বিনে
শোকে মগ্ন হতো না বিশ্ব জগৎ,
মহরমের শভা আখেরী শুম্বা
কী আশ্চর্য! এ কী মহব্বৎ !


শরতের মাঝে মা মনসা কে পূজে
বিশ্ব কর্মার পূজা হয়,
শরতের শেষে নব নব বেশে
শারদোৎসব শুরু হয় ।


আলোকের সাজে ঢাক ঢোল বাজে
কত আনন্দের ঢেউ বয়,
ভক্তিপূর্ন মনে সকল গুরুজনে
সবাই প্রনাম করে যায়।



প্রকাশিত-২৮/০৭/২০১৮