বাস ছুটেছে ভিড় জমেছে
যাত্রী বসেছে আরামে আছে
দাঁড়িয়ে রয়েছে ঝুলে আছে বহু যাত্রী ,
বাবুরা সব হচ্ছে ক্ষুদ্ধ
নীরব আছে বুড়ো বৃদ্ধ
কী কষ্ট পাচ্ছেন ! জানছেন যাঁরা সমব্যথী ,


যুবকরা সব বসে আনন্দেতে হাসে
বৃদ্ধরা দাঁড়িয়ে পাশে ঘামে বুক ভাসে
মনুষত্ব বোধ নেই কী ধরা মাঝে ?
রাস্তার ধারে অসুস্থ রোগীরে
যাত্রীরা যায় ফিরে না তাকায়
পড়ে আছে কেহ নাহি যায় তার কাছে ।


পিতামাতা বৃদ্ধ হলে
ছেলে চাকরি করে বলে
বৃদ্ধ বাবা মাকে পাঠায় বৃদ্ধাশ্রমে ,
হা - পুত্র - হা -  পুত্র বলে
কাদঁতে থাকে নয়নের জলে
বৃদ্ধ পিতামাতা কত দুঃখ পায় জীবনে !


পিতামাতা শয্যায় , আছে কী অবস্থায়
৭০/৮০ বয়স হয়েছে ,যন্ত্রণায় চিৎকার করছে
ছেলে বৌমা সবাই আছে ঘরে ,
সন্তানের রোগ ব্যাধি হলে পরে
খাবা নেই ঘুম নেই সন্তানের তরে
মাতৃ ভক্তি পিতৃভক্তি চলে গেছে কী দূরে ?


সভা সমিতি বসলে
সবাই সমবেত হলে
কী হট্টগোল চলতে থাকে সভায় !
অন্যে যখন কথা কয়
সবাই কে চুপ থাকতে হয়
শিষ্টাচার কী চিরতরে নিয়েছে বিদায় !


রইতে চলতে বুলতে
সর্বদাই হয় মানতে
সমাজে পদ মর্যাদায় শ্রেষ্ঠ যাঁরা তাঁরা কারা ?
পিতামাতা শিক্ষক গুরু
এঁরা জীবনের কল্পতরু
শ্রদ্ধা ভক্তি মান্যতা হয়েছে কী জগৎ ছাড়া ?


                               ২৮/০২/২০১৮