হে অন্ধকার , তুমি অনাদির আদি ,
    যখন ছিল না কিছু
    সকলকে রেখে পিছু ,
    তোমা হতে সব কিছুই
   তব সৃষ্টি ধংস নেই ,
ক্ষমতা নেই তব মাহাত্ম্য বন্দি ।


তব পদে স্মরণ নিয়ে বলিব কিছু ,
     অসংখ্য জ্যোতিষ্ক ভাসে
      অসীম মহাকাশে ,
     জ্যোতিষ্ক হারালে জ্যোতি
     অন্ধকারের কি হবে ক্ষতি ?
কিঞ্চিৎ কৃপা করো প্রভু অধমের পিছু ।


তব মহিমা প্রভু কী বুঝিতে পারি !
    মোরা হয়ে হত জ্ঞান
    জানি না তব অবদান ,
    মোরা আলো নিয়ে মাতি
    গাহি গান দিবা রাতি,
তব খোলা লীলা প্রভু বর্নিতে নারী ।


তব মহিমা বুঝতে মানুষ ই তো ভিত ,
      মানুষ মানে না ইষ্ট
     বুদ্ধিতে হয়ে শ্রেষ্ঠ ,
     মানতে চায় সব কিছু
     বিজ্ঞান কে রেখে পিছু ,
অন্ধকার তো জ্ঞান বিজ্ঞানের অতীত ।


জগতে জীবের শুরু তো অন্ধকার নিয়ে ,
       মানুষ চায় না অন্ধকার    
      আলোকে আগে সবার ,
      মানুষ ক্লান্ত হলে বলে
      অন্ধকার কোথায় গেলে ?
নিদ্রা এসে শান্তি দেয় অন্ধকার দিয়ে ।


' ছিল - আছে - থাকবে ' কী বলিব আর ,
        সবার বড় অন্ধকার
        তাতে অধিষ্ঠান সবার ,
       তার মধ্যেই স্থিতিলয়
       জন্ম - মৃত্যু - বৃদ্ধি হয় ,
সকল কিছুই লয় হবে থাকবে অন্ধকার ।


কী বলবি অন্ধকারের মাহাত্ম্য পরিণাম ,
        তব গতি প্রকৃতি
       বুঝবি কার শকতি ,
      তুমি অসীম নিরাকার
      ধংস সৃষ্টি নেই তোমার ,
কিঞ্চিৎ বর্ণিতে পারে বাইবেল - কোরান - পুরান ।
      
                            ০৩/০৭/২০১৮