তুই-তুমি-আপনি
ভাবেন না তো কখনি?
শুনুন বলি এক্ষুনি,
বুঝতে পারবেন অমনি।


অন্তরঙ্গ হলে,
'তুই তাগারি বলে'।
সাধারণ হলে,
সকলকে 'তুমি' চলে।


অপরিচিত মাননীয়,
সেখানে 'আপনি' জানিও।
তুচ্ছ-তাচ্ছিল্য হলে,
'তুই' বলে সকলে।


তুই-তুমি-আপনি অর্থে,
ভিতর-সামনে-ঊর্ধ্বে।
আরো বুঝতে হলে,
স্বর্গ-মর্ত্য-পাতালে।



রচনা - 23/11/2021