হে প্রকৃতি দেবী, প্রাণীর লাগি
'উদ্ভিদ তোমার অপূর্ব সৃষ্টি;
উদ্ভিদ না হলে হতো না প্রাণী
হত না পৃথিবীতে এত বৃষ্টি।
জলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদ অবিরাম
লয় কার্বন ডাই, ছাড়ে অক্সিজেন,
প্রাণী লয় অক্সিজেন ছাড়ে কার্বন ডাই
এভাবে বিধি জীব সৃজিলেন।
কার্বন-ডাই নিয়ে, অক্সিজেন দিয়ে
উদ্ভিদ বায়ু করে শোধন
প্রাণী থাকে সুখে হাসি ফুটে মুখে
থাকেনা বায়ুর কোন দূষণ।
উদ্ভিদ দেয় ফল, প্রাণী পায় বল
ভেষজ গুণের তুলনা নাই,
রোগ তাড়ায় শক্তি বাড়ায়
প্রাণীর পুষ্টি ঘটে তাই।
বন বনানী আনে বৃষ্টি, ফসল
ফলে, সকল জীবের সৃষ্টি,
প্রকৃতির ভারসাম্য রক্ষা করে
বিধির একি শুভ দৃষ্টি!


অশ্বত্থ আম জাম কাঁঠাল লিচু
যত দীর্ঘজীবী বৃক্ষ গণ,
অবিরাম লয় কার্বন ডাই, ছাড়ে
অক্সিজেন, প্রশমন করছে উষ্ণায়ন
গামা কেওড়া বানি গোরান
হেতাল আর আছে সুন্দরী,
বায়ু দূষণ রোধে এরাও
ভূমিকা নিয়েছে বেশ ভারী।
তাল খেজুর সিরিষ তেতুল
আর আছে বনের সাল ও সেগুন,
বাঁশ বেত বাবলা, পুঁই পালং
আর যত শাক সবজি উচ্ছে ও বেগুন।
পৃথিবীর যত বন-বনানী উদ্ভিদ লতা
তৃণ গুল্ম ছাড়ছে অক্সিজেন
নিচ্ছে কার্বন-ডাই-অক্সাইড
প্রশমন করছে বিশ্ব উষ্ণায়ন।


যত শস্যদানা ভুট্টা যব ধান গম
খাচ্ছে পৃথিবীর মানুষ জন,
আলু উচ্ছে বেগুন পটল মূলা পুঁই
চাসে চাষী করছে উৎপাদন।
শসা কাকুড় তরমুজ লিচু
বর্ষাকালে পিয়ারা আনারস,
মাঠে বারো মাস ফলছে ফসল
কোনো মানুষ নেই অলস।
কাঁঠাল গাছে কাঁঠাল পাকে
আম গাছে আম,
দুধে ভাতে মজা করে
খাচ্ছে মানুষ হরদম


শাল সেগুনে আসবাবপত্র চেয়ার
টেবিল খাট আর আলমারি,
হচ্ছে বিম বরগা, দরজা জানালা
গামা শিরিষ নীম, এরাও দরকারি।
চলছে রেল বাস, চলছে বোট বিমান
একটু হলেও কাঠের প্রয়োজন,
কাঠের পাতায় ছাউনি হয়,উনান জলে,
রান্না হয়, বাঁচে মানুষের জীবন।


বনে স্বাচ্ছন্দে বাস করে,জন্তু
জানোয়ারে, কি সুন্দর শোভা!
বাঘ গর্জন ছাড়ে, তার মধ্যেই হরিন বাড়ে
গাছে লাফায়, বাঁদর ছাড়া কেবা!
গাছে ফুল ফোটে, সৌন্দর্য বাড়ে
সুবাস ছাড়ে ফুলে জমে মধু,
ভ্রমর মৌমাছি গুনগুনিয়ে ছুটে
ফুলে বসে মধু খায় শুধু।
ঔষধ হয় শিকড় লতা-গুল্ম
পাতায়, মধু মিলে মৌচাকে,
আঠা থেকে ধুনা,মধু পায়
মানুষ, বাঘের চোখের ফাঁকে।


বিশ্বময় উনান জ্বলে, জ্বলে
কলকারখানায়, ইট ভাটায় আগুন,
রেল চলে বাস চলে, শক্তির
আস্ফালনে বোমা বিস্ফোরণ।
আগুন জ্বলে,জ্বলে আগুন,জ্বলে
অবিরাম, হচ্ছে বিশ্ব উষ্ণায়ন,
বিশ্ব উষ্ণায়ন প্রশমনে,কী
ব্যবস্থা নিচ্ছেন বিশ্ব নেতাগণ?


বন বনানী তৃণলতা, গুল্ম পাতা
প্রাণী ও পরিবেশের করছে উপকার,
সমাজের বুদ্ধিমান প্রাণী, মানুষ কেন
অকারণে উদ্ভিদের করছে সংহার?



রচনা - 01/08/2017