হে ভালো
তুমি কি সুন্দর বলো !
কতো ভালোবাসা
কাছে এসে বসা
জানায় সামাদর
কি আদর !
গুরুজনে আশীর্বাদ দিলো ।


সদগুন হতে ভালোর  উৎপত্তি,
ধৈর্য নিষ্ঠা সততা
সাধনা সত্য পরিচ্ছন্নতা
পবিত্রতা চিত্তশুদ্ধি
ভক্তিতে পাই মুক্তি
ভালো হলো জীবনের বড় সম্পত্তি ।


ভালোর আলো জগৎ মাতায়,
ভালোর বড় সুগন্ধ
সমাদর পায় অন্ধ
আসন পায় সভায়
কী সুন্দর যে মানায় !
জোৎস্না রাতে পূর্নিমাতে চাঁদকে যেমন দেখায় ।


ধূনার ধোঁয়ায় ঘরের মাঝে
সুগন্ধ ছড়ায়,
তাতে মোদের আনন্দেতে
মন ভরে যায় ।


বর্ষা নামে ময়ূর নাচে
আনন্দের ঢেউ বয়,
জ্যোৎস্না রাতে পূর্নিমাতে
শিশু কত কথা কয়।


গুরুপদে ভক্তিনিষ্ঠা
কর্মে কঠোর সাধনা,
এ ছাড়া জীবনে
ভালোর আগমন ঘটেনা ।


রচনা -০১/০৭/২০১৮



***** সমাপ্ত *****