অস্থীরতা শুধু আবেগ মনের ঘোর
কষ্টের মলিতাও একদিন শেষ হয়
সবাই তো বিরহী অথবা বিরহ অনুভবে
ছন্দে-দ্বন্দে একা থেকে আরো আরো পরে
অনেকদিনের অপরিচ্ছন্ন আয়নার মতো
অষ্পষ্ট হয়ে যায় জীবনের প্রতিচ্ছবি
তারপর যার ছবি থাকে আয়নায়
সে শুধু ধূলার আবরণ
ঋদ্ধ সুখের অতীত
জুটিহীন শালিকের মতো খড়-নীড়ে
সুরহীন শিস কেটে যায়।