তোমার উপর যেটুকু রোদ
স্বর্ণ বাতায়নের মতো
পোষাকে সেটুকু অরুণিমা
শিতের সকাল জড়িয়ে থাকে
পথের শুরুতে, পথের মাঝে আর
পথের শেষ না হলে
দাঁড়ানোর পর চোখে চোখে।


তারপর যে কথাটি আর বলনি
তোমার আমার সম্পর্ক হরিতকির স্বাদ
অথবা কোনো ঔষধি তেতোর মতো
অপরিনাম সেবনের মতো বিরক্তের।


জানি না দিন শেষে ঋণ কার কাছে
শুধু হকারের মতো কারো ডাক শুনি-
‌কিছু লাগবে কি লাগবে না
খরিদের ইচ্ছে নেই- হকার কী পছন্দ বেচে?