বৃষ্টি শাণিত করে মাটি, উদ্ভিদও শাণিত হয়
ফুয়েলে শাণিত গাড়ি, দ্রোহে আগুনো কম নয়
লবণ যদিও তেতো, পরিমাণে তরকারি স্বাদ
সদাসয় অনজ্ঞের যজ্ঞে কর্তৃত্বও কুপোকাত


খাবারে শাণিত দেহ, দৃষ্টি স্নিগ্ধ রাতাকাশে
ভুলে যুক্তি নয়, ভুল স্বীকারে আত্মা হাসে
দেবতা মার্জিত, অনিয়মে লঙ্ঘিত নিশ্চয়
নীরবে মার্জিত পুস্তক, ক'জনেই খোঁজ লয়


কথার অগ্নিতে পুড়ে পুড়ে- মানুষে মন ভেঙে গড়ে
কে জানে যুগে যুগে সমালোচনাও- শাণিত করে।