১.
থাকাটা আমাদের জরুরী ছিল
আমরা থাকতে পারি না
জীবন কারো জন্য নির্ধারিত হওয়ার ও নয়
ধর্ম আর আইন আমাদের স্বামী—স্ত্রী বানিয়েছে
তথাপি একে অপরের আপন হই, ভুলে যাই
ভুলে যাই, আপন হই, একে অপরের—
অপর বলতে অনেক, এক বলতে তাদেরই একজন
রাজ্যের সুলতান হলে— সে সবার, আর
সবাই মিলে হয়ে যায় সে,
ঈশ্বর নামও— ঠিক তেমনি
আত্মাদের বয়ানও— ঠিক তেমনি।


২.
পৃথিবী ছিল, আমরা এসে জানলাম
শিশুরা আসছে— জানার প্রক্রিয়ায়
শিশুটির নাম ছিল— সিদ্ধার্থ গৌতম
পৃথিবীকে জানার পর
তাঁর নাম হয়ে গেল— বুদ্ধ


একজন থেকে অনেক হয়ে যাওয়ার বিষয়টি শিষ্যত্ব নয়
অনেকের ভালোবাসায় সিক্ত রোজ, সে গুরু—ও নয়
শিশুটির নাম ছিল ‘সিদ্ধার্থ গৌতম’
পৃথিবীকে জানার সময় তিনি ‘শিষ্য’
জানার পর হয়ে গেলো— ‘বুদ্ধ’।